শেষ হচ্ছে ‘বদমাইশ পোলাপান’
নাট্যপরিচালক মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপান’। চলতি সপ্তাহেই শেষ হতে যাচ্ছে এটি। চার বছরের এ জার্নির শেষ দুটি পর্ব এই সপ্তাহের শেষদিকে প্রচার হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা নিজে।