সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১

Advertisement

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২৪

কারো সঙ্গে অন্যায় আচরণ করা হবে না: চিফ প্রসিকিউটর

কারো সঙ্গে অন্যায় আচরণ করা হবে না: চিফ প্রসিকিউটর
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশে কোনো নাগরিকের সঙ্গে অন্যায় আচরণ করা হবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 

জামালপুরে আজ শনিবার দুপুরে জুরিস্ট ভয়েস আয়োজিত জেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘জাতিসংঘকে আমাদের বিচারক, প্রসিকিউশন ও ডিফেন্স সবাইকে প্রশিক্ষণ প্রদান করার জন্য বলেছি। কোর্ট বাংলাদেশে, কিন্তু যেহেতু আন্তর্জাতিক আইনের অধীনে কীভাবে বিচার হবে এবং আমাদের অভিজ্ঞতা কম তাই প্রশিক্ষণ প্রয়োজন। যাতে ভবিষ্যতে তোমরাই যেন প্রশ্ন করতে না পারো তোমরা আইন না জেনে বিচার করেছো। বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমার প্রতিশ্রুতি ও অঙ্গীকার কারো সঙ্গে অন্যায় আচরণ করা হবে না। ন্যায্য আইনি অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয় তা নিশ্চিত করা হবে। ক্ষুদ্ধ হওয়ার কোনো কারণ নেই।’

তাজুল ইসলাম বলেন, ‘যে অপরাধ হয়েছে তা সবার চোখের সামনে হয়েছে, সবকিছুর জলজ্যান্ত প্রমাণ রয়েছে, সব সাক্ষী রয়েছে। বাংলাদেশে সব মানুষের সামনে সবকিছু হয়েছে। এই বিচার করতে গিয়ে কোনো অন্যায়, অনিয়ম, দুর্নীতির সাহায্য নেওয়ার প্রয়োজন হবে না। আমরা আশা করছি খুব দ্রুতই বিচারক নিয়োগ দেওয়া হবে, যারা সৎ, দক্ষ, সাহসী, কারিগরি বিষয়ে বুঝবেন তাদের যেন বিচারক নিয়োগ দেওয়া হয়।’

জুরিস্ট ভয়েসের চেম্বার প্রধান অ্যাডভোকেট মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান মন্টু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত আলীসহ অন্যান্যরা বক্তব্য দেন।