শনিবার   ১৯ এপ্রিল ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২

Advertisement

প্রতিনিধি, যশোর

প্রকাশিত: ১৩:৪১, ১৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:৪৩, ১৪ এপ্রিল ২০২৫

শোভাযাত্রার জনক ভাস্কর শামীমকে সংবর্ধনা

শোভাযাত্রার জনক ভাস্কর শামীমকে সংবর্ধনা
ছবি: সংগৃহীত

নববর্ষের শোভাযাত্রা জনক ভাস্কর মাহবুব জামাল শামীমকে সংবর্ধনা দিয়েছে যশোর জেলা প্রশাসন। সোমবার সকাল ১০টার দিকে যশোর কালেক্টরেট চত্ত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ভাস্কর শামীমের হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সম্মামনা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন ভাস্কর শামীম। বলেন, ‘এ সম্মাননা শুধু আমার একার নয়। যশোরের সব সাংস্কৃতিক কর্মী, সামাজিক ও রাজনীতিক সর্বোপরি গোটা দেশবাসীর। যশোর থেকে শুরু হওয়া পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আজ প্রতিবেশী ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বাঙালিরা সাড়ম্বরে পালন করছে। এই আনন্দ আজ সবার।’

এদিকে, সম্মাননা অনুষ্ঠানের পরপরই দেশবাসীর কল্যাণ কামনায় শহরে একটি বর্ণিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি যশোর কালেক্টরেট চত্ত্বর থেকে বেরিয়ে বকুলতলা, দড়াটানা, চৌরাস্তা, কেশবলাল সড়ক হয়ে যশোর ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সুন্দরবন রক্ষায় বিভিন্ন প্রাণ প্রকৃতি পাখ পাখালির মোটিফ, ঘোড়ার গাড়িসহ গ্রামবাংলার চিরায়ত বিভিন্ন সামগ্রী বহন করা হয় ও র‍্যালি হয়ে উঠে প্রাণবন্ত। 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ