শনিবার   ১৯ এপ্রিল ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২

Advertisement

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

প্রকাশিত: ১৩:৩৬, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:১৫, ১৬ এপ্রিল ২০২৫

বাংলাদেশের সীমানায় প্রবেশ করে জেলেদের উপর বিএসএফের হামলা

বাংলাদেশের সীমানায় প্রবেশ করে জেলেদের উপর বিএসএফের হামলা
ফাইল ছবি

বাংলাদেশের সীমানায় প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা একদল জেলের ওপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী কালিন্দি নদীর বয়ারসিং সংলগ্ন উলোখালীর চর এলাকায় ঘটনাটি ঘটে।

বিএসএফের হামলার শিকার জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান ও শাহাজান, ফরেজ গাজীর ছেলে শাহাদাৎ, শাহাজান ও আতাউর, সৈয়দ গাজীর ছেলে আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ। মারধরের পর জেলেদের দু’টি নৌকা বিএসএফ সদস্যরা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জেলেরা। 

স্থানীয় রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের মারধরের শিকার আট জেলের মধ্যে ছয়জন তার এলাকার। বিজিবি কৈখালী ক্যাম্পের সুবেদার আবু বক্কার জানান, স্থানীয় এক জনপ্রতিনিধি বিষয়টি অবহিত করেছেন। 

বিএসএফের মারধেরের শিকার জেলে শাহাদাৎ জানান, পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে চারদিন আগে তারা সুন্দরবনে যান। তিনটি নৌকায় ১২ জন জেলে দু’দিন ধরে বাংলাদেশের সীমানাভুক্ত উলোখালীর চরে পাটা জাল পেতে মাছ ধরছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দু’টি স্পিডবোট নিয়ে বিএসএফ সদস্যরা আকস্মিকভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের মারধর শুরু করেন।

শাহাদাৎ বলেন, মারধরের পর জেলেদের দু’টি নৌকা নিয়ে যায় বিএসএফ সদস্যরা । সীমান্ত এলাকায় মাছ ধরতে যাওয়ার কারণে তাদের ওপর হামলা হয়েছে বলে দাবি তার। 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ