নারায়ণগঞ্জে ঈদের দিন যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে গুলি করে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহষ্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায় অভিযান চালিয়ে জুবায়ের আহমেদ নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-১১।
জুবায়ের বন্দর উপজেলার নবীগঞ্জের জুয়েলের ছেলে।
র্যাব জানায়, গত ঈদুল ফিতরের দিন ভোরে সদর উপজেলার কাশীপুর মধ্যপাড়া এলাকায় তুচ্ছ বিষয়ে তর্কের জেরে জুবায়ের ও তার সহযোগিরা পাভেল নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সেদিন বিকেলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত পাভেল কাশীপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে।
এ ঘটনায় নিহতের মা নূরী বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার জুবায়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান র্যাব কর্মকর্তা গোলাম মোর্শেদ।
তবে এ মামলায় প্রধান অভিযুক্ত রায়হান বাবু এখনো পলাতক।