শনিবার   ১৯ এপ্রিল ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২

Advertisement

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২২, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৩৭, ১৯ এপ্রিল ২০২৫

১৩ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নালায় পড়ে নিখোঁজ শিশুটি

১৩ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নালায় পড়ে নিখোঁজ শিশুটি
নালায় পড়ে নিখোঁজ শিশু চেহরিসকে খোঁজা হচ্ছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিখোঁজ হওয়া ছয় মাসের শিশু সেহরিশকে উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌবাহিনী। আজ শনিবার সকালে নৌবাহিনীর বিশেষ ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে ‘চিরুনি অভিযান’ শুরু করে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট শেখ মোহাম্মদ বেলাল হোসেন।

এর আগে সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল রাতভর অভিযান চালায়।

শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের খালে পড়ে নিখোঁজ হয় সেহরিশ। শিশুটিকে তার মা ধরে রাখলেও খালে স্রোতের কারণে একপর্যায়ে হাতছাড়া হয়ে তলিয়ে যায়

সেহরিশের মা সালমা বেগম জানান, তারা কাপাসগোলায় আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। কালভার্টের পাশের গলি দিয়ে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। ফেরার পথে অটোরিকশা ঘোরাতে গিয়ে সেটি খালের মধ্যে পড়ে যায়। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদি হাসান তুহিন বলেন, জলাবদ্ধতা নিরসনের চলমান প্রকল্পের কারণে খালের পাশের নিরাপত্তাবেষ্টনী খুলে রাখা হয়েছিল। এ সময় কাপাসগোলা এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। অটোরিকশায় ছিল শিশু সেহরিশ, তার মা ও দাদি। স্থানীয়দের সহায়তায় সেহরিশের মা ও দাদি দুজন খাল থেকে উঠতে পারলেও ছয় মাস বয়সী শিশুটি ভেসে যায় পানির স্রোতে। ঘটনার পরপরই অটোরিকশাচালক পালিয়ে যান। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার আবুল ফজল জানান, খালটি ‘হিজড়া খাল’ নামে পরিচিত। সেখানে আবর্জনার স্তূপ জমে থাকায় পানির স্রোত আরও জটিল আকার ধারণ করেছে।