ভাইরাল হওয়া ’চলমান-খাট’ জব্দ করলো পুলিশ

ভাইরাল হওয়ার নেশা যেন অনেক সময় নিয়ে যায় অদ্ভুত সব কল্পনাতেও। এমনই এক ব্যতিক্রমী উদ্ভাবন করেছেন ভারতের মুর্শিদাবাদের যুবক নবাব শেখ। বিছানায় বসেই রাস্তায় ঘোরাঘুরি কিংবা চায়ের দোকানে গিয়ে চা খাওয়ার স্বপ্ন থেকেই তৈরি করেছিলেন 'চলমান-খাট'—এক ধরনের স্বয়ংক্রিয়, ইঞ্জিনচালিত বিছানা।
ঈদের দিন নিজের তৈরি ‘চলমান-খাট’ রাস্তায় চালিয়ে ‘ট্রায়াল’ দিতেই মুহূর্তে ভাইরাল হয়ে যান নবাব শেখ। ভিডিও দেখে অনেকেই মুগ্ধ হন, রাস্তায় ভিড় জমে যানবাহনটি একনজর দেখতে। কিন্তু আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। ট্রাফিক ও নিরাপত্তার নিয়ম লঙ্ঘনের অভিযোগে চলমান-খাটটি জব্দ করে ডোমকল থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, নবাব শেখের এ যানটি ভারতের মোটরযান আইন অনুযায়ী অনুমোদিত নয়। কোনও রকম নকশা অনুমোদন ছাড়াই রাস্তায় এমন পরিবর্তিত যান চালানো আইনত অপরাধ।
প্রায় দেড় বছর ধরে দুই লাখ ১৫ হাজার রুপি ব্যয় করে যানটি তৈরি করেন নবাব শেখ। কাঠের তৈরি বিছানার সঙ্গে জুড়ে দেন মারুতি ‘ওমনি’র চেসিস, ৮০০ সিসি ইঞ্জিন, স্টিয়ারিং, তেলের ট্যাংকসহ অন্যান্য কাঠামো। এই কাজে সহযোগিতা করেন তার ভাই আলমগীর শেখ এবং স্থানীয় কাঠমিস্ত্রি ও গাড়ি মেকানিকরা।
নবাব শেখের মূল পেশা গাড়িচালক। মাসে আয় করেন প্রায় ৯ হাজার রুপি। স্থানীয় গণমাধ্যমকে তিনি জানান, চলমান-খাট তৈরির জন্য স্ত্রীর গয়নাও বিক্রি করতে হয়েছে তাকে।
চলমান-খাটটি নিয়ে মানুষের আগ্রহ দেখে প্রথমে পুলিশের পক্ষ থেকে কেবল রাস্তায় না চালানোর অনুরোধ জানানো হয়। কিছুদিন পরিবারের গুদামে রেখে দেন নবাব শেখ। কিন্তু পরে আইন লঙ্ঘনের কারণ দেখিয়ে সেটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
নবাব শেখের স্বপ্নের ‘চলমান-খাট’ আপাতত বিশ্রামে, পুলিশের হেফাজতে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উদ্ভাবনী চিন্তাভাবনা প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র।