শনিবার   ১৯ এপ্রিল ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২

Advertisement

সিলেট ব্যুরো

প্রকাশিত: ২১:০১, ১১ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:০৩, ১১ এপ্রিল ২০২৫

কারাগারেই বিয়ে হল শিমুল-লিমার

কারাগারেই বিয়ে হল শিমুল-লিমার
বিয়ের পর একে অপরকে মিষ্টিমুখও করান বর-বধূ। ছবি: সংগৃহীত

প্রথমে প্রেম, তারপর ঘনিষ্ঠতা। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা। বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি না হয়ে পালিয়ে যান। দীর্ঘদিন ছিলেন লাপাত্তা। এরপর ওই তরুণীর ঘরে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। সন্তানের পিতৃপরিচয় ও বিয়ের স্বীকৃতির দাবি নিয়ে ওই তরুনী বরের বাড়িতে হাজির হন কয়েকবার।

অবশেষে তাদের বিয়ে হলো কারাগারে। বরের নাম শিমুল, আর কনে লিমা।

বার বার প্রত্যাখাত হয়ে এসএমপির শাহপরাণ থানায় মামলা করেন আলফাতুন্নেসা লিমা। সম্প্রতি আদালত তরুণী লিমাকে বিয়ের নির্দেশ দিলে বৃহস্পতিবার কাজী ডেকে দুই পরিবারের সম্মতিতে কারাগারেই বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার বিষয়টি জানাজানি হলে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়। এ সময় ৪ বছরের মেয়ে শিশুটিও উপস্থিত ছিল।

সিলেট মেট্রোপলিটন কারাগার কর্তৃপক্ষ জানায়, ভাদেশ্বরের কলাশহরের মৃত আব্দুল করিমের ছেলে শিমুল আহমদ। তার সঙ্গে গড়ে ওঠে তরুণী লিমার প্রেমের সম্পর্ক। একপর্যায়ে তরুণী লিমাকে বিয়ের প্রলোভন দেখান শিমুল। ঘনিষ্টতায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন লিমা। বিষয়টি জানার পর পালিয়ে যান শিমুল। এ ঘটনায় ২০২২ সালের ৭ মার্চ এসএমপির শাহপরাণ থানায় মামলা করেন লিমা। ওই মামলায় গেল বছরের ১৯ এপ্রিল পুলিশ গ্রেপ্তার হন শিমুল।

এরপর মহানগর দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামানের আদালতে জামিনের আবেদন করেন শিমুল। আদালত তার জামিন নামঞ্জুর করেন। পরবর্তীতে উচ্চ আদালতে জামিনের আবেদন জানালে আদালত একই আদেশ দেন। সম্প্রতি আদালত বিয়ের নির্দেশনা দিলে বৃহস্পতিবার দুপুরে কারা কর্তৃপক্ষ বিয়ের আয়োজন করে। বিয়েতে উভয় পরিবারের সদস্য ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিয়ের কাজী সজীব আহমদ জানান, আদালতের নির্দেশে উভয়পক্ষের স্বজনদের উপস্থিতিতে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে শিমুল আর লিমার।

সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, বিয়ে সম্পর্কিত একটি আদেশ আমাদের দপ্তরে আসে। আমরা আদালতের সেই নির্দেশ পালন করেছি। উভয়পক্ষের লোকজন ও আইনজীবীদের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে তাদের বিয়ে দেওয়া হয়। এ সময় তারা দুজনেই ছিলেন খুশি। এক অপরকে মিষ্টিমুখও করিয়ে দেন তারা। আদালতে তাদের বিয়ের প্রতিবেদন দেওয়া হবে। অন্য কোনো মামলা না থাকলে শিমুল মুক্তি পেতে পারেন বলে জানান জেলার।