পলওয়েলের এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) ৫৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পলওয়েলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আইজিপি বাহারুল আলম ।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলওয়েলের ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন পুলিশ ইউনিটের ডেলিগেট, শেয়ারহোল্ডাররা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় ১৫০টি পুলিশ ইউনিটের প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সভায় পলওয়েল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ বক্তব্য রাখেন। পলওয়েলের সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন পেশ করেন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম। সভায় শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে নতুন শেয়ার ইস্যু ও শেয়ারের মূল্যমান বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ২০২৩-২৪ অর্থবছরে ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।
সভাপতির বক্তব্যে আইজিপি বাহারুল বলেন, পলওয়েলের নতুন শেয়ার ইস্যু ও শেয়ারের মূল্যমান বৃদ্ধির ফলে এর কার্যক্রমে গতিশীলতা বাড়বে। পলওয়েল জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হয়েছে। সমিতির কার্যক্রমকে গতিশীল করতে পারলে ভবিষ্যতে আমরা এ ধরনের পুরস্কার আরও পাবো।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) ১৯৬০ সালে পুলিশ সদস্যদের কাছে শেয়ার বিক্রির অর্থ দিয়ে গঠিত হয়।