শনিবার   ১৯ এপ্রিল ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২

Advertisement

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২০, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:২৩, ১৩ এপ্রিল ২০২৫

প্লট দুর্নীতির ৩ মামলা

হাসিনা, রেহানা, টিউলিপ, ববিসহ ৫৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

হাসিনা, রেহানা, টিউলিপ, ববিসহ ৫৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফাইল ছবি

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাচলে ৩০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ৫৩ জনকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেছে আদালত।

তিন মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে রোববার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব রোববার পরোয়ানা জারির এ আদেশ দেন।

আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, “আসামিদের গ্রেপ্তার করা গেল কি না, সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।”

প্লট দুর্নীতির আরেক মামলায় এর আগে গত ১০ এপ্রিল শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই আদালত।

সম্পর্কিত বিষয়: