ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুরাদ গ্রেপ্তার

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী মো. শাহের আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম নিউজমেটকে বলেন, শাহে আলম ৬ এপ্রিল সকালে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নেতৃত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে।
৬ এপ্রিল সকাল সাতটার দিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা মিছিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই মিছিলে শাহে আলম নেতৃত্ব দেন বলে পুলিশ জানিয়েছে।