শনিবার   ১৯ এপ্রিল ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২

Advertisement

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:০২, ১৯ এপ্রিল ২০২৫

শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার শাকিল। ছবি: সংগৃহীত

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে  চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় শাকিল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে গাজীপুর সদর উপজেলার পুবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ে ব্যবহার হওয়া মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোরে ছিনতাইয়ের ওই ঘটনায় মিরপুর থানায় মামলা হয়। ছিনতাইয়ের ঘটনাটি পাশের ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় দুজন যাত্রী একটি গলির মুখে এসে দাঁড়ান। যাত্রীদের একজন তরুণ, আরেকজন তরুণী। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে রিকশার সামনে থামে। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। বাকি দুজনের একজনের গায়ে কালো শার্ট ও অপরজনের গায়ে সাদা টি–শার্ট। সাদা টি–শার্ট ও কালো শার্ট পরা দুজন মোটরসাইকেল থেকে নেমে যান। সাদা শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করেন। তরুণীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। আর কালো শার্ট পরা ব্যক্তি তরুণীর গলা থেকে একটি সোনার চেইন ও একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নেন। এ সময় মোটরসাইকেলটি ঘুরিয়ে রাস্তার পাশে রাখা হয়। মোটরসাইকেলের চালক (হেলমেট পরা) ও তাঁর দুই সহযোগী গলির পাশের একটি বাসার দিকে যান।

ভিডিও ফুটেজে দেখা যায়, কিছুক্ষণ পর তিন ছিনতাইকারী একসঙ্গে এগিয়ে এসে মোটরসাইকেলে ওঠে। এ সময় রিকশায় তরুণীর সহযাত্রী তরুণটি এগিয়ে এসে কালো রঙের ব্যাগটি ফেরত চাইলে সেটি তার দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা। এরপর তারা মোটরসাইকেলে উঠে চলে যায়। 

সম্পর্কিত বিষয়: