সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১

Advertisement

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৪

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
প্রতীকী ছবি

১৪ মাস পর চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রপ্তানিকারক বাসমতি ব্যতীত অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবেন।

চালের রপ্তানিতে শুল্কও কমানো হয়েছে। আগে যেখানে রপ্তানি শুল্কের হার ছিল ২০ শতাংশ, তা নামিয়ে আনা হয়েছে দশ শতাংশে। 

সরকারের এই পদক্ষেপে উচ্ছ্বসিত দেশটি চাল রপ্তানিকারকরা। এই সিদ্ধান্ত অভ্যন্তরীণ কৃষিক্ষেত্র এবং আন্তর্জাতিক চালের বাজারে নির্ণায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। 

অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে ২০২৩ সালের ২০ জুলাই বিশ্ববাজারে চাল রপ্তানিতে নিষেধজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার।