বরিশালের চৌমাথায় এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন
বরিশালের চৌমাথায় কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক। গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে চৌমাথা বরিশাল উপশাখার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সবাজসেবক প্রফেসর সৈয়দ শাহজাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের সাপোর্ট সার্ভিসেস অ্যান্ড ব্রাঞ্চেস বিভাগের প্রধান মেজর (অব.) পারভেজ হোসেন, বরিশাল শাখার ব্যবস্থাপক গোপাল চন্দ্র রায়সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর সৈয়দ শাহজাহান বলেন, এ অঞ্চলের জন্য পদ্মাসেতু ও পায়রা বন্দরসহ বেশকিছু মেগা উন্নয়ন ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এনআরবিসি ব্যাংক এক্ষেত্রে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করবে। এর ফলে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ আর্থ-সামাজিক উন্নয়ন হবে।
উল্লেখ্য, সারা দেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেওয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।