সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১

Advertisement

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫০, ১৫ অক্টোবর ২০২৪

এইচএসসির ফলে পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

এইচএসসির ফলে পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা
ছবি : সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবারও পাসের হার ও জিপিএ-৫-এ এগিয়ে রয়েছে মেয়েরা। বিগত কয়েক বছরও ফলাফলে মেয়েরা এগিয়ে ছিল।

আজ মঙ্গলবার সকাল ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বোর্ডগুলোর ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।

ফল অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষা দিয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। মোট উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন। পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।  

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রী অংশ নেয় ৬ লাখ লাখ ৬৫ হাজার ৪৫ জন। তাদের মধ্যে উত্তীর্ণ ৫ লাখ ৩১ হাজার ৭১৪ জন, জিপিএ-৫ পেয়েছেন ৮০ হাজার ৯৩৩ জন। ছাত্র অংশ নেয় ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন। উত্তীর্ণ ৫ লাখ ৩ হাজার ৫৯৫ জন, জিপিএ-৫ পেয়েছেন ৬৪ হাজার ৯৭৮ জন। ছাত্রদের তুলনায় ১৫ হাজার ৯৫৫ জন জিপিএ-৫ বেশি পেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

এবার ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৭৯ দশমিক ৯৫ শতাংশ। ছাত্রীরা ৪ দশমিক ৩৪ শতাংশ বেশি পাস করে এগিয়ে রয়েছে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেই হিসাবে পাসের হারও কিছুটা কমেছে।