সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১

Advertisement

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ১ অক্টোবর ২০২৪

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রজনীকান্ত

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রজনীকান্ত
ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। ছবি: সংগৃহীত

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। জানা গেছে, শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

অবস্থা গুরুতর হলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমান তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা এখন স্থিতিশীল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাই সতীশের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে অভিনেতার। হাসপাতালের কার্ডিয়াক ক্যাথ ল্যাবে এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। রজনীকান্তের ভক্তরা তার শারীরিক অবস্থা জানতে উদ্বিগ্ন হয়ে আছেন। তবে, এখন পর্যন্ত রজনীকান্তের পরিবারের পক্ষ থেকে বা হাসপাতাল থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে ২০২০ সালের শেষ দিকে একইভাবে অসুস্থ হয়ে পড়লে রাজনীতি থেকে সরে এসেছেন রজনীকান্ত। সে বছর ডিসেম্বর মাসে নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করার পরে স্বাস্থ্যহানি ও কোভিড মহামারির কারণে সরে আসেন অভিনেতা। এ ছাড়া, প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন এই সুপারস্টার।

রজনীকান্তের লোকেশ কঙ্গরাজের পরিচালনায় ‘কুলি’ সিনেমার শুটিং চলছে। আগামী ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেট্টিয়ান’। এটি হতে যাচ্ছে রজনীকান্তর ১৭০ত সিনেমা। এটি প্রযোজনা করেছে লাইকা প্রোডাকশনস।

সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও অমিতাভ বচ্চন, ফাহাদ ফসিল, রান্না দাগগুবতি, মঞ্জু ওয়ারিয়র, রীতিকা সিং, দুসেরা বিজয়নকে অভিনয় করতে দেখা যাবে।