পুরুষরাও পুরুষতন্ত্রের শিকার হচ্ছে: সানি কৌশল
ভিকি কৌশলের ভাই সানি কৌশল বলিউডের একজন সুপরিচিত অভিনেতা। পুরুষ দিবস উপলক্ষ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের মতামত প্রকাশ করেছেন।
যেখানে তিনি জানান, কীভাবে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাও পক্ষপাতিত্বের শিকার হচ্ছে। সানি পোস্ট করে লিখেছেন, ‘আমরা এমন একটি সমাজে বড় হয়ে উঠি যেখানে ছেলেরা কাঁদে না, ছেলেদের আবেগ বোঝার মতো কেউ নেই।’
এ অভিনেতার ভাষ্য, ‘ছোট থেকে একটি ছেলেকে না কাঁদার পরামর্শ দেওয়া হয়, যার ফলে সেই ছেলেটি ছোট থেকেই আবেগকে দমন করতে শিখে যায়। পরবর্তী জীবনে কঠিন সময়ের সম্মুখীন হয়েও আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে যায় সেই ছেলেটি।’
সানি আরও বলেন, ‘আমিও ঠিক এই পরিবেশেই বড় হয়েছি, কিন্তু আমি শিখেছি এটি ব্যবহার কীভাবে ভালোভাবে করতে হয়। তবে আপনি যদি নতুন প্রজন্মের পুরুষদের সঙ্গেও কথা বলেন তাহলে বুঝতে পারবেন, এটি বছরের পর বছর হয়ে আসছে পুরুষদের সঙ্গে। এটি শুধু একজন পুরুষকে প্রভাবিত করে তা নয়, প্রজন্মের পর প্রজন্ম এই কথাটির প্রভাবে প্রভাবিত হয়।’
অভিনেতার কথায়, ‘আপনি শুধু ভাবেন নারীরাই হয়ত পুরুষতন্ত্রের শিকার, ব্যাপারটা একেবারেই তা নয়। পুরুষরাও কিন্তু পুরুষতন্ত্রের শিকার হচ্ছে প্রতিনিয়ত। আমি পাঞ্জাবে বড় হয়েছি, আর সেখানে পিতৃতান্ত্রিক সমাজের প্রভাব মারাত্মক। আমার বাবা এবং দাদাও একই পরিবেশে বড় হয়েছেন। পরবর্তী সময়ে যখন আমি মুম্বইতে এলাম, তখন আমার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেল। তবে এটাও ঠিক, আমি আমার বাড়িতে কখনও কঠোর পিতৃতান্ত্রিক পরিবেশ পাইনি।’
প্রসঙ্গত, প্রতি বছর ১৯ নভেম্বর সারা বিশ্ব জুড়ে পালন করা হয় বিশ্ব পুরুষ দিবস। এই দিনটি সেই সমস্ত পুরুষদের জন্য বিশেষ যারা প্রতিনিয়ত নিজের দায়িত্ব পালন করার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন।