সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১

Advertisement

প্রকাশিত: ১৬:৩১, ৩০ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:৩৯, ৩০ নভেম্বর ২০২৪

অল আইজ অন বাংলাদেশ: কঙ্গনা

অল আইজ অন বাংলাদেশ: কঙ্গনা
কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এবার মাথা ঘামালেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। শুক্রবার কলকাতায় এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

কঙ্গনার দাবি, বাংলাদেশে পরিস্থিতি খুবই দুশ্চিন্তার। বিশেষ করে হিন্দুদের জন্য। এখানে হিন্দুরা ভালো নেই। শুধু তাই নয়, এই অভিনেত্রী আরও দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। 

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে কেন আন্দোলন হচ্ছে না, সেটা নিয়েও প্রশ্ন তুলেন অভিনেত্রী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের পরিস্থিতি নিয়ে এদেশে কোনো আন্দোলন চোখে পড়ছে না। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখছে না অল আইজ অন বাংলাদেশ। বিষয়টা অবাক লাগছে।

তবে কেউ আওয়াজ না তুললেও বাংলাদেশের ওপর চোখ রাখছেন বলে জানিয়েছেন কঙ্গনা। তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যখন থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকেই অশান্তি ছড়াচ্ছেন। এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে রয়েছি। বিশেষ করে ওই দেশে যে হিন্দুরা রয়েছেন তাদের সঙ্গে রয়েছি। শ্রীকৃষ্ণ সবাইকে রক্ষা করুন।’

প্রসঙ্গত, সম্প্রতি সময়ে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় চট্টগ্রামে একজন আইনজীবী নিহত হয়েছেন। 

এ ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জেরে বাংলাদেশে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস-ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

এরপরই ইসকনের ১৭ জনের আর্থিক লেনদেন স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।