বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ || ১৯ চৈত্র ১৪৩১

Advertisement

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

দোতলা বাস না জিয়ার বাড়ি, কোন স্টলটি নজর কাড়ছে বেশী? 

দোতলা বাস না জিয়ার বাড়ি, কোন স্টলটি নজর কাড়ছে বেশী? 

দূর থেকে মনে হবে দোতলা বিআরটিসি বাস। কিন্তু বাসের সামনে যাত্রীরা নয়, ভীড় করেছেন বইপোকারা। এবারের বইমেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টলটি সেজে উঠছে দোতলা বাসের আকৃতিতে। ইতিমধ্যে স্টলটি নজর কেড়েছে পাঠকদের। 

বাঁশ আর বাঁশের চাটাই ব্যবহার করে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন ইকো স্টল বসিয়েছে আকাশ প্রকাশনী।  পল্লী ধারার এই স্টলটিতেও ভিড় করছেন পাঠক, ক্রেতা, দর্শনার্থীরা। প্রতিবছরের মতো এবারও ছবি তোলার জন্য আকাশ প্রকাশনী রয়েছে দর্শনার্থীদের পছন্দের শীর্ষে। 

দোচালা ঘর আকৃতিতে সেজেছে বইপ্রেমীদের প্রিয় প্রকাশনী বাতিঘর। স্টলটির কাঠামো ও সাজসজ্জা অন্যান্য স্টল থেকে বেশ আলাদা। তাই ঢাকা ও আশপাশের বইপ্রেমীদের কাছে বাতিঘর লাইব্রেরি ও প্রকাশনী পূর্বপরিচিত হওয়ায় পাঠকদের ভিড় তো রয়েছেই সেই সঙ্গে স্টলটির সৌন্দর্যও আকৃষ্ট করছে পাঠক ও দর্শনার্থীদের।

সাবেক প্রয়াত রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের বাড়ির  আকৃতির আদলে বানানো হয়েছে ইতি প্রকাশনর স্টল।  মেলার ২২ নম্বরে থাকা এই স্টলটিও অনেক বড় এবং দৃষ্টিনন্দন। 

জাতীয় সংসদের আকৃতি দিয়ে এবারের বইমেলায় স্টল বসিয়েছে অন্যধারা প্রকাশনী। বাংলা একাডেমি প্রাঙ্গনে দর্শকদের নজর কেড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টল। 

এছাড়াও এবার বইমেলায় পুথিনিলয়, ইউপিএল, প্রথমা, আগামী প্রকাশনী, স্টুডেন্ট ওয়েজ, ভাষাচিত্র, মিজান পাবলিশার্সসহ বেশ কয়েকটি প্রকাশনী দৃষ্টিনন্দন স্টল বসিয়েছে।