গৃহকর্মী নির্যাতনের অভিযোগ
জবাবে পরীমনির ফেসবুক লাইভ

ঢাকার ভাটারা থানায় সোমবার রাতে একটি অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী পরীমনি। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে তিনি রাত ১টা ৪৫ মিনিটের দিকে ফেসবুকে লাইভে আসেন এবং জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব তিনি আইনগতভাবে দেবেন।
লাইভের শুরুতেই পরীমনি বলেন, “আপনারা যদি আমার জীবনযাপন লক্ষ্য করেন, তাহলে দেখবেন আমি আত্মীয়স্বজন নিয়ে থাকি না। আমার পুরো পরিবার বলতে আমার স্টাফরাই। মাদার্স ডে, ফাদার্স ডে সহ বিভিন্ন দিবসে আমি তাদের নিয়েই লিখেছি, কারণ আমি তাদের সাথেই থাকি। এর মধ্যে একজন আছে, যে এখনো এক মাস পূর্ণ করেনি। সে গৃহকর্মী হিসেবে দাবি করতেই পারে, তবে আমি বলব সে আমার গৃহকর্মী না।”
আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আমার কাছে সব প্রমাণ আছে। কিন্তু আমি তা এখনই প্রকাশ করতে চাই না, কারণ আমি আইনকে শ্রদ্ধা করি।”
ফেসবুক লাইভের বেশিরভাগ সময় তিনি গণমাধ্যমে আসা সংবাদের ওপর প্রতিক্রিয়া জানান। থানায় সাধারণ ডায়েরির ভিত্তিতে তার বিরুদ্ধে প্রকাশিত খবরে তিনি ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।
তিনি বলেন, “আমরা যারা মিডিয়াকর্মী ছিলাম, তারা কি একটু অপেক্ষা করতে পারতাম না? যেভাবে মিডিয়ায় আমাকে টর্চার করা হয়েছে, যেভাবে সেই খবর ফলাও করে ছাপানো হয়েছে, যেভাবে তার (অভিযোগকারীর) ইন্টারভিউ নেওয়া হয়েছে—তাতে কি আমরা মিডিয়াকর্মী হিসেবে তাকে বেশি সুবিধা দিচ্ছি না? কেউ কারও বিরুদ্ধে জিডি করলেই কি তা সঙ্গে সঙ্গে সত্যি হয়ে যায়? আমি যদি অন্যায় করে থাকি, তাহলে শাস্তি অবশ্যই পাওয়া উচিত। কিন্তু প্রমাণিত হওয়ার আগেই কাউকে দোষী সাব্যস্ত করা কি ঠিক?”
তিনি আরও জানান, গত রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে পুলিশ তার বাসায় এসেছিলেন এবং বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করেছেন।
লাইভের পুরোটা সময় জুড়েই পরীমনি বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন। শেষ মুহূর্তে তিনি বলেন, “এই মিডিয়া ট্রায়ালটা বন্ধ করে দিন। জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া।”