মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫ || ২৪ চৈত্র ১৪৩১

Advertisement

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮, ৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:১৬, ৭ এপ্রিল ২০২৫

ছবি শেয়ার করে জামিল লেখেন, “আলহামদুলিল্লাহ

অভিনেতা জামিল হোসেন ও মুনমুন আহমেদের নতুন জীবনের শুরু

অভিনেতা জামিল হোসেন ও মুনমুন আহমেদের নতুন জীবনের শুরু

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করা জামিল হোসেন এবার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। গতকাল রোববার তিনি বিয়ে করেছেন অভিনেত্রী মুনমুন আহমেদকে। ঢাকার উত্তরার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের পর রাতেই নিজের ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে জামিল লেখেন, “আলহামদুলিল্লাহ।” ছবির নিচে ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন নবদম্পতিকে।

আজ সোমবার সকালে বিয়ের প্রসঙ্গে জামিল বলেন, “প্রায় এক বছর আগে আমাদের পরিচয় হয়। মুনমুন অভিনয় করে, আমিও অভিনয়ের সঙ্গে যুক্ত—এই সূত্রে আমাদের পরিচয়। ধীরে ধীরে বোঝাপড়া তৈরি হয় এবং এক সময় সিদ্ধান্ত নিই সম্পর্কটিকে আরেক ধাপে এগিয়ে নেওয়ার। এরপর দুই পরিবারকে জানানো হয়, এবং সবার সম্মতিতে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। নতুন জীবনের শুরুতে সবার দোয়া ও ভালোবাসা চাই।”

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মনিরা মিঠু। তিনি নিজের ফেসবুকে জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও পোস্ট করে লেখেন, “আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য অন্তর থেকে দোয়া করবেন সবাই।”

জানা গেছে, জামিল ও মুনমুন একসঙ্গে কয়েকটি নাটকে অভিনয় করেছেন। সেখান থেকেই তাদের বন্ধুত্ব, যা পরে রূপ নেয় ভালোবাসায়। জামিল ইতোমধ্যে নাটকে অভিনয় এবং প্রযোজনার মাধ্যমে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার–৬’-এর চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগী ছিলেন। অপরদিকে, মুনমুন শুরুতে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে পরিচিতি পান। পরে টিভি নাটকে অভিনয় শুরু করেন এবং অল্প সময়েই অভিনয়ে নিজেকে প্রমাণ করেন। ‘কাগজ’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

নতুন জীবনের পথচলায় এই নবদম্পতির প্রতি রইল অগাধ শুভকামনা।

সম্পর্কিত বিষয়: