মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫ || ১৫ বৈশাখ ১৪৩২

Advertisement

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯, ৮ এপ্রিল ২০২৫

আইরিনের হুঁশিয়ারি

‘আলো আসবেই’ গ্রুপে আমার নাম জড়ানোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবো!

‘আলো আসবেই’ গ্রুপে আমার নাম জড়ানোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবো!

আওয়ামী সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তৎকালীন ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ কিছু তারকা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে সেই বিতর্কিত গ্রুপের সঙ্গে অভিনেত্রী আইরিন সুলতানার নাম যুক্ত করা হলে, বিষয়টি ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক।

সংবাদের পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে আইরিন বলেন, তাকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই প্রতিবেদনে জড়ানো হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “আটকের পর সোহানা সাবাকে কেন দ্রুত ছেড়ে দেওয়া হয়েছিল? কেন আমি ফ্যাসিস্টের সঙ্গে জড়াবো?”

তিনি আরও বলেন, “আমাকে বলা হচ্ছে, আমি নাকি আগের সরকারের কুখ্যাত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলাম, তাদের পক্ষে কাজ করেছি। অথচ আন্দোলনের শুরু থেকেই আমি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, সরকারের নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনও সম্পৃক্ত ছিলাম না।”

আইরিন তার ফেসবুক পোস্টে আন্দোলনের পক্ষে অবস্থানের বিভিন্ন প্রমাণও উপস্থাপন করেন। তিনি ঘোষণা দেন, যারা তাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। তার দাবি, “যদি কেউ প্রমাণ না দিতে পারে যে আমি ওই গ্রুপের সদস্য ছিলাম, তাহলে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। না হলে আমি টেলিভিশনের ইউটিউব চ্যানেলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানির মামলা করবো।”

সর্বশেষ