ভারতের সিনেমায় ‘দুই চাক্কার সাইকেল’ গানের অমি

প্রথমবার ভারতের পশ্চিমবঙ্গের সিনেমার প্লেব্যাক করছেন বাংলাদেশি গায়ক সৈয়দ অমি। জিৎ চক্রবর্তী পরিচালিত ‘আড়ি’ সিনেমায় ‘মরুভূমি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা ও সুর লিংকন রায় চৌধুরীর, আর মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন কেডি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন যশ ও নুসরাত জাহান।
টালিউড সিনেমায় সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সৈয়দ অমি।
‘আড়ি’ সিনেমায় এক মা ও ছেলের গল্প ওঠে আসবে। যেখানে মা চরিত্রে দেখা যাবে মৌসুমী চ্যাটার্জিকে। ছবিতে তাঁর ছেলের চরিত্রে রয়েছেন যশ। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে যশ ও নুসরাতের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মস।