শনিবার   ১৯ এপ্রিল ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২

Advertisement

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৭, ১৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:৪৬, ১৪ এপ্রিল ২০২৫

বোমা মেরে সালমানের গাড়ি-বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

বোমা মেরে সালমানের গাড়ি-বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
বলিউডের ভাইজান সালমান খান। ছবি: সংগৃহীত

নতুন করে আবারও হত্যা ও গাড়ি-বাড়ি উড়িয়ে দেয়ার হুমকিবার্তা পেয়েছেন বলিউড ভাইজান সালমান খান। মুম্বাইয়ের ওরলির  ট্রাফিক পুলিশের দফতরের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকিবার্তা পাঠানো হয়। হুমকিবার্তায় আরও জানানো হয়, একাধিক আততায়ী ভাইজানের বাড়িতে ঢুকে তাঁর বাড়ি ও গাড়ি উড়িয়ে দেবে। 

সোমবার একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, হুমকিবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ওরলি থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ওরলি থানার হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

এর আগেও বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান। তবে এবারের হুমকি পাওয়ার পর পুলিশ বিশেষ সতর্ক হয়ে উঠেছে। এবারও কি হুমকি দেওয়ার পিছনে রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং? তদন্ত করে দেখছে পুলিশ।

গত কয়েক বছরে সালমান খান বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে সরাসরি ও পরোক্ষভাবে একাধিক হুমকি পেয়েছেন। লরেন্স-গ্যাং তাঁর উপর কৃষ্ণসার হরিণ হত্যার প্রতিশোধ নিতে চায়, তাই তাঁকে টার্গেট করা হয়েছে। কৃষ্ণসার হরিণ বিষ্ণোই সম্প্রদায়ের জন্য ধর্মীয় গুরুত্ব বহন করে।

হুমকির কারণে  ভাইজানের  নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। তাঁকে ওয়াই+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। তার বাড়ি ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ এর বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । 

সম্পর্কিত বিষয়: