টরেন্টেতো গাইবেন সাবিনা ইয়াসমিন

কানাডার টরেন্টোতে অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালের কনসার্টে প্রবাসীদের গান শোনাবেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আগামী ১৭ মে টরেন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। সেখানে বরেণ্য এই কণ্ঠশিল্পীকে বিশেষ সম্মাননাও দেওয়া হবে।
এক ভিডিও বার্তায় প্রবাসীদের উদ্দেশে সাবিনা ইয়াসমিন বলেন, '১৭ মে আপনারা সবাই আসবেন, দেখা হবে, কথা হবে, গান তো হবেই। অপেক্ষায় রইলাম আপনাদের সঙ্গে দেখা হওয়ার।'
টরেন্টোতে দ্বিতীয়বারের মতো গান গাইবেন সাবিনা ইয়াসমিন। সেখানে উপস্থিত থাকবেন টরেন্টোর মেয়র।
এর আগে ২০১৭ সালে সেখানে কনসার্ট করেছিলেন সাবিনা ইয়াসমিন।