‘হালাল র্যাপ’ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে যা বললেন জারা

সৌদি আরবের নারী র্যাপার জারা ওরফে হুডজাবি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার গান ‘মোরালস’। তরুণ প্রজন্মের কাছে প্রশংসিত গানটি। শব্দ সুরের শালীনতার জন্য এই সংগীতের ধারা ‘হালাল র্যাপ’ হিসেবে পরিচিতি পেয়েছে। শ্রোতাদের অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক খায়, হালাল র্যাপ আবার কী জিনিস? সেই উত্তর দিয়েছেন জারা নিজেই।
সংবাদমাধ্যমকে জারা বলেন, ‘আমি ধর্মপ্রাণ মুসলিম। আমার র্যাপ গানে অন্য র্যাপ গানগুলোর মতো গালাগাল কিংবা যৌনতা নেই। বরং এটিকে আমি প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করি। নিজেকে প্রকাশ করার একটা গভীর তাগিদ থেকে র্যাপ শুরু করেছি।’
জারা বলেন, ‘আমি ছোটবেলা থেকে শব্দ নিয়ে খেলতে পছন্দ করতাম, ছন্দে ছন্দে কথা বলতাম। তখনো জানতাম না একে র্যাপ বলে। বাড়িতে মা-বাবাকে বলতাম আমাকে একটা শব্দ দাও। এরপর ওই শব্দ দিয়ে ছন্দ মিলিয়ে ইচ্ছামতো গান করতাম।’
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের অন্যতম জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদি আরবের সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। আরো ভাষা শেখার ইচ্ছা আছে তার।