সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ১ অক্টোবর ২০২৪

বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে আগামীকাল

বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে আগামীকাল
ছবি : সংগৃহীত

২ অক্টোবর একটি সূর্যগ্রহণ হবে হবে। তবে এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়। পৃথিবীর অনেক অঞ্চলে এটাকে অগ্নিবলয়ের মতো দেখা যাবে। অর্থাৎ চাঁদ সূর্যের কেন্দ্রীয় অংশকে ঢেকে ফেলবে।

তবে চাদের চারপাশ থেকে আগুনের আংটি বলয়ের মতো সূর্য দৃশ্যমান হবে। তাই একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হচ্ছে। এটি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে দীর্ঘ সময়ের জন্য আংশিক এবং বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে।

এই গ্রহণটি দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চল থেকে দেখা। বাংলাদেশি মহাকাশপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, বাংলাদেশ থেকে এটা দেখা যাবে না। 

তবে নাসাসহ আরও কিছু প্রতিষ্ঠান এটাকে অনলাইন ও সোসাল মিডিয়ার মাধ্যমে লাইভ স্ট্রিমিং করবে।

সূত্র: নাসা