সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১

Advertisement

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ২২ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:০৬, ২২ নভেম্বর ২০২৪

চীনের বিশাল সোনার খনির সন্ধ্যান, কত সোনা আছে?

চীনের বিশাল সোনার খনির সন্ধ্যান, কত সোনা আছে?
ছবি : সংগৃহীত

নতুন করে বিশাল এক সোনার খনির সন্ধান পেয়েছে চীন। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংজিয়াং জেলার ওয়াঙ্গু গ্রামে এ খনির সন্ধান মিলেছে। সাউথ চায়না মনিং পোস্ট জানিয়েছে, নতুন এ সোনার খনির ২ হাজার মিটার গভীরতার মধ্যে ৪০টিরও বেশি গোল্ড ওর ভেইনস বা সোনার আকরিক ধমনির সন্ধান পাওয়া গেছে।

খনিতে অনেক সময় পাথরের গা চিরে জমাট সোনার ধারা পরিলক্ষিত হয়, যা অনেকটা ধমনির মতো। সোনার আকরিকসমৃদ্ধ গরম তরল বা লাভা পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে প্রবাহিত হলে গঠিত হয় সোনার আকরিক ধমনি।

খনিটি থেকে এরই মধ্যে শুরু হয়েছে সোনা উত্তোলন। খনিটির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন সিনহুয়াকে বলেন, ‘খনিটির যে কোনো পাথর ভাঙামাত্র সেটির ভেতরে তারা সোনার ধমনি দেখতে পাচ্ছেন। প্রতি টন আকরিকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ সোনা মিলছে।’

চেন রুলিন আরও বলেন, নতুন এই খনিটির ৩ হাজার মিটার গভীরতার মধ্যে মজুত রয়েছে উচ্চমানের ১ হাজার টনেরও বেশি সোনা, যার বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৮০ বিলিয়ন ডলারেরও বেশি। সোনা আহরণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তারা।