মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪ || ২৫ ভাদ্র ১৪৩১

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ১৯ নভেম্বর ২০২৩

ভারতকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার করতে বললো মালদ্বীপ

ভারতকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার করতে বললো মালদ্বীপ

জানা গেছে, মালদ্বীপে ভারতের প্রায় ৭০ জন সেনার পাশাপাশি ম্যানিং রাডার ও নজরদারি বিমান রয়েছে। ভারতীয় যুদ্ধজাহাজ দেশটির অর্থনৈতিক অঞ্চলে টহল দিতেও সাহায্য করে।

নির্বাচিত হওয়ার পরই মোহামেদ মুইজ্জু দেশটিতে অবস্থানরত ভারতীয় সেনাদের ফেরত পাঠানোর ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তিনি কাজ শুরু করে দেবেন।

সে সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুইজ্জু বলেছিলেন, মালদ্বীপের মাটিতে আমরা কোনো বিদেশি সামরিক তৎপরতা চাই না। আমি এ নিয়ে মালদ্বীপের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি। দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই আমি আমি আমার প্রতিশ্রুতি পূরণ করা শুরু করবো।