নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসা আর নেই

নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসা আর নেই। স্থানীয় সময় রোববার পেরুর রাজধানী লিমায় ৮৯ বছর বয়সে মারা যান এই লেখক। তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে য়োসার বড় ছেলে আলভারো বার্গাস য়োসা লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা মারিও বার্গাস য়োসা স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। পরিবারের সদস্যরা এ সময় তাঁর পাশে ছিলেন।’
২০১০ সালে সাহিত্যে নোবেলজয়ী য়োসার বয়স হয়েছিল ৮৯ বছর।
নোবেলজয়ী এই সাহিত্যিকের মৃত্যুতে সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে পেরু। এ সময় সরকারি ভবন ও স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
য়োসার জন্ম ১৯৩৬ সালে পেরুর আরেকিপায়। মাত্র ১৫ বছর বয়সে তার কর্মজীবন শুরু অপরাধ বিষয়ক সাংবাদিক হিসাবে। তিনি গ্র্যাজুয়েশন করেন লিমা ইউনিভার্সিটি থেকে।
সাংবাদিকতা ও শিক্ষকতার পাশাপাশি লেখালেখিতে মনোযোগী হন য়োসা। ১৯৬৩ সালে তার প্রথম উপন্যাস দি টাইম অব দি হিরো প্রকাশিত হয় স্পেনে। য়োসার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার’, ‘দ্য গ্রিন হাউস’, ‘ডেথ ইন দ্য আন্দিজ’, ‘দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ এবং ‘দ্য ফিস্ট অব দ্য গোট’। প্রায় ৩০টি ভাষায় তাঁর লেখা অনূদিত হয়েছে।
জীবনের শুরুতে অনেক সহকর্মীর মতো য়োসাও ছিলেন সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী। পরে ডানপন্থার দিকে ঝোঁকেন তিনি। ১৯৯০ সালে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন মারিও বার্গাস য়োসা।