শনিবার   ১৯ এপ্রিল ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২

Advertisement

নিউজমেট ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ১৬ এপ্রিল ২০২৫

বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশিরাই নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশিরাই নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস বলেছেন, একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 

সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে উগ্রবাদ উত্থানের আশঙ্কা, মার্কিন ব্র্যান্ডের ওপর সাম্প্রতিক ভাঙচুরের ঘটনা, বঙ্গবন্ধুর নাতনি ও যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।

সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে অধ্যাপক ইউনূসের সরকারের আমলে ইসলামি উগ্রবাদের উত্থানের আশঙ্কা, সাম্প্রতিক প্রতিবাদ-বিক্ষোভ, ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন, নাৎসি প্রতীক ব্যবহার, মার্কিন ব্র্যান্ড কোকাকোলা ও কেএফসির বিরুদ্ধে অ্যান্টিসেমিটিক প্রচারণা ও যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে মুখপাত্র টমি ব্রুসের কাছে জানতে চান। 

জবাবে মুখপাত্র টমি ব্রুস বলেন, ‘আমি আপনার আবেগের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, বাংলাদেশ নিয়ে বেশ কিছু ইস্যু রয়েছে। এটা এমন একটি দেশ, যাকে নিয়ে আমরা আগেও (ব্রিফিংয়ে) অনেক কথা বলেছি। এখানে উত্থাপিত প্রশ্নের উত্তরও দিয়েছি। কাজেই নির্দিষ্ট একটি প্রেক্ষাপটে, আমরা এটা আলাদাভাবে আলোচনা করব।

মুখপাত্র বলেন, বাংলাদেশের বিষয়ে আমি যেটা বলতে চাই, যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেশটির একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এসব বিষয়, আর সাম্প্রতিক বিক্ষোভসহ আপনি যেগুলো নিয়ে প্রশ্ন করলেন, সেসব বাংলাদেশের কর্তৃপক্ষের দেখভালের বিষয়। সেই সঙ্গে অবশ্যই তাদের সঙ্গে কথা বলাটাও অনেক গুরুত্বপূর্ণ।

টমি ব্রুস মন্তব্য করেন, ‘শেষ পর্যন্ত, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশিরাই নির্ধারণ করবে।’

সম্পর্কিত বিষয়: