ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানালেন জয়সওয়াল

ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পেছনে ‘ঢাকার কিছু ঘটনারও’ প্রভাব থাকার কথা বলেছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার নয়া দিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের বন্দর ও বিমানবন্দরগুলোতে যে যানজট, সেটার কারণে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলাম।
তিনি বলেন, কিন্তু এ সিদ্ধান্ত ঘোষণা করার আগে বাংলাদেশে কী কী ঘটেছে, সেগুলোর দিকেও আমি আপনাদের নজর দেওয়ার কথা স্মরণ করিয়ে দিতে চাই।