দিল্লিতে ভবন ধসে ৪ জন নিহত

দিল্লিতে একটি চারতলা ভবন ধসে অন্তত চার জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে আরও প্রায় ১০ জন সেখানে আটকা পড়ে আছেন। আজ শনিবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর ভারতীয় গণমাধ্যমের।
ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ন্যাশনাল ডিজাসস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও দিল্লি পুলিশ।
উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ লাম্বা জানান, ১৪ জনকে উদ্ধার করা হলেও তাদের মধ্যে চারজন মারা গেছেন। এটি একটি চারতলা ভবন ছিল। উদ্ধার অভিযান চলছে। এখনও ৮-১০ জন ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, ভবন ধসের খবর ভোর ৩টা ২ মিনিটে দয়ালপুর থানায় আসে। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল উত্তর-পূর্ব দিল্লির শক্তি বিহারের গলি নম্বর ১-এ যায়। সেখানে গিয়ে দেখা যায় ভবনটি পুরোপুরি ধসে পড়েছে।