বুধবার   ৩০ এপ্রিল ২০২৫ || ১৬ বৈশাখ ১৪৩২

Advertisement

নিউজমেট ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ২০ এপ্রিল ২০২৫

নয়াদিল্লিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১

নয়াদিল্লিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির মুস্তাফাবাদ এলাকায়  চারতলা আবাসিক ভবন ধসে তিন শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।

আজ রোববার হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে। 

আরও ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।  

চলতে থাকা টানা বৃষ্টির জেরে শনিবার ভোরে ভবনটি ধসে পড়লে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ জনের প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। মোদির কার্যালয় থেকে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলা হয়, 'যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই। আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ