পরীমণির পাশে গায়ক শেখ সাদী
ভিউ ব্যবসায়ী সাংবাদিকদের তীব্র সমালোচনা

গৃহকর্মী পিংকি আক্তারের মারধরের অভিযোগে আলোচিত অভিনেত্রী পরীমণিকে ঘিরে গণমাধ্যমে চলমান বিতর্কের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কণ্ঠশিল্পী শেখ সাদী। নিজের ফেসবুক পোস্টে তিনি পরীর পাশে দাঁড়িয়ে ভিউ নির্ভর সাংবাদিকতাকে দায়ী করেন এবং পরীমণিকে ‘রুটিরুজির অংশে’ পরিণত করার অভিযোগ তোলেন।
সম্প্রতি ঢাকার ভাটারা থানায় গৃহকর্মী পিংকি আক্তার পরীমণির বিরুদ্ধে মারধরের অভিযোগে সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। পরীমণি পাল্টা বক্তব্য দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। এমন প্রেক্ষাপটে শেখ সাদী পরীর প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, “যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ করলেই কি তাকে দোষী প্রমাণ করে দেবে মিডিয়া?”
নিজের পোস্টে শেখ সাদী প্রশ্ন ছুড়ে বলেন, “ধরুন, কেউ প্রমাণ ছাড়াই আপনাকে ধর্ষক বলছে, চারদিকে তা ভাইরাল হচ্ছে, আপনার পরিবার, প্রতিবেশী, পরিচিতজন সবাই এতে জড়িয়ে পড়ছেন—আপনি তখন কেমন অনুভব করবেন?” তিনি মনে করেন, ঠিক এমন পরিস্থিতিতেই পড়েছেন পরীমণি।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাদী বলেন, “সস্তা ভিউয়ের জন্য কোনো যাচাই ছাড়াই সংবাদ প্রকাশ করা হচ্ছে। কেউ ইচ্ছাকৃতভাবে একজন নারীকে টার্গেট করে তাকে হেয় করছে। এটাই কি সাংবাদিকতা?”
তিনি আরও বলেন, “পরী আপনাদের ভালোবাসায় বড় হয়েছেন, সুপারস্টার হয়েছেন। কিন্তু তার বিনিময়ে আজ আপনারা তার ব্যক্তিগত জীবনকে টেনে এনে অপমান করছেন, শুধুই কয়েকটা ভিউয়ের জন্য। সাংবাদিকরা ভুলে গেছেন, পরীমণি একজন অভিনেত্রী ঠিক, তবে তার চেয়েও বড় পরিচয় সে একজন নারী, একজন মা এবং সর্বোপরি একজন মানুষ।”
প্রসঙ্গত, পরীমণি ও শেখ সাদীর সম্পর্ক নিয়ে আগেও গণমাধ্যমে আলোচনা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণির আত্মসমর্পণের সময় জামিনদার হয়েছিলেন শেখ সাদী, এরপর থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা বেড়ে যায়।
সাদীর মতে, এই বিতর্কের মূল উদ্দেশ্য পরীমণিকে হেয় করা। তিনি বলেন, “ঘটনায় আমি বা সৌরভ আসার কথা না, তাই পরিষ্কার বোঝা যাচ্ছে—লক্ষ্য একটাই, পরীকে ছোট করা। আর তাতে আমাদের পরিবারকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা একেবারেই অনুচিত।”