মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫ || ১৫ বৈশাখ ১৪৩২

Advertisement

নিউজমেট ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:২৯, ২৪ এপ্রিল ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনের গোলায় আহত রুশ সাংবাদিক নিকিতা মারা গেছেন

ইউক্রেনের গোলায় আহত রুশ সাংবাদিক নিকিতা মারা গেছেন
রুশ সাংবাদিক নিকিতা গোলদিন। ছবি: সংগৃহীত

ইউক্রেনের কামানের গোলার আঘাতে রুশ সাংবাদিক নিকিতা গোলদিন মাসখানেক চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রাশিয়ার সামরিক বাহিনীর জাভেজদা টেলিভিশনে কাজ করতেন তিনি। নিকিতার কর্মস্থলের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

রুশ সামরিক বাহিনীর দৈনিক সংবাদপত্র ক্রাসনায়া জাভেজদায়ও লিখতেন নিকিতা। সংবাদপত্রটি জানায়, ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চলের মস্কো–নিয়ন্ত্রিত লুহানস্ক এলাকায় গত ২৪ মার্চ হামলার শিকার হন নিকিতা ও তার সহকর্মীরা। 

জাভেজদা টেলিভিশন জানায়, আহত অবস্থায় নিকিতাকে মস্কোয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাসখানেক চিকিৎসাধীন থাকার পর তিনি মারা গেছেন।

সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানোর জন্য ইউক্রেনকে দোষারোপ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর থেকে যুদ্ধক্ষেত্রে অন্তত ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ