বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ || ১৯ চৈত্র ১৪৩১

Advertisement

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৪, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক

গাজীপুরে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক

গাজীপুরের আক্কাস মার্কেট থেকে টঙ্গী-জয়দেবপুর সড়ক ধরে কিছুদূর সামনে গেলেই সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি। বাড়ির মূল ফটকে ঝুলছে তালা।পড়ে আছে ভাঙা কাচ, কাঠ ও সিরামিকের ছোট ছোট টুকরা। বাড়ির আশপাশে ৪০ থেকে ৫০টি বাড়ি। প্রায় প্রতিটি বাড়িই ফাঁকা। ফটকে ঝুলছে একাধিক তালা।

শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে এলাকায়। পুলিশি গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়েছেন এলাকার অনেক বাসিন্দা। রাস্তাঘাটেও নেই তেমন লোকজন।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার রাতেই পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। 

নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ঘটনার রাতেই মসজিদটিতে তালা দেওয়া হয়। এর পর থেকে সেটি তালাবদ্ধ। হয়রানির ভয়ে কেউ নামাজ পড়তেও যাচ্ছেন না।

আরেক বাসিন্দা বলেন, ‘আইজক্যা কেউ নাই। দেইখ্যা মনে সব শ্মশান হইয়্যা গেছে।’