বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ || ১৯ চৈত্র ১৪৩১

Advertisement

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১১:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক সিইসি আব্দুর রউফ আর নেই

সাবেক সিইসি আব্দুর রউফ আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আব্দুর রউফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

৯ ফেব্রুয়ারি, সকাল ১০টার দিকে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার একান্ত সহকারী তাওহিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 
তাওহিদ জানান, দুমাস ধরে অসুস্থ ছলেন আব্দুর রউফ। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনি মারা যান। জানাজার সময়ের ব্যাপারে পরিবারেরর সদস্যরা সিদ্ধান্ত নিয়ে পরে জানাবেন।
 
পঞ্চম সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো তিন সদস্যের ইসি পায় বাংলাদেশ। বিচারপতি সুলতান হোসেন খান সরে যাওয়ার পরদিন সিইসি হিসেবে যোগ দেন বিচারপতি মো. আব্দুর রউফ। ওই কমিশনের অধীনে পঞ্চম সংসদ নির্বাচন হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি।