বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ || ৩ বৈশাখ ১৪৩২

Advertisement

প্রকাশিত: ১২:২৯, ৮ এপ্রিল ২০২৫

সিলেটসহ বিভিন্ন শহরে সহিংসতা:

৪৯ জন গ্রেপ্তার, তদন্তে নেমেছে পুলিশ

৪৯ জন গ্রেপ্তার, তদন্তে নেমেছে পুলিশ

ঢাকা, ৮ এপ্রিল: গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভের সময় সিলেটসহ দেশের কয়েকটি শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের করা হয়েছে দুটি মামলা। পুলিশ জানিয়েছে, অন্যান্য দোষীদের গ্রেপ্তারে আরও মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ বলছে, সহিংসতায় জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না ঘটনায় জড়িত সব ব্যক্তি আইনের আওতায় আসে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তথ্য প্রদান করতে ইচ্ছুকদের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে। জননিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে যেকোনো ধরণের সহিংসতা বরদাশত করা হবে না। যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের জবাবদিহির আওতায় আনতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ