হত্যা মামলায় গ্রেপ্তার শমী কায়সার

ঢাকার উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, চলতি বছরের ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এর পাশাপাশি, গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানির মামলারও মুখোমুখি হন তিনি। অভিযোগে বলা হয়, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করেছেন শমী কায়সার। মামলায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর ১৪ আগস্ট তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকেও সরে দাঁড়ান।
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার নাট্যপ্রেমীদের কাছে সুপরিচিত নাম। প্রযোজক হিসেবেও তিনি কাজ করেছেন। ১৯৭০ সালে জন্ম নেওয়া শমীর পিতা ছিলেন শহীদুল্লাহ কায়সার, একজন খ্যাতিমান লেখক ও সাংবাদিক। তার মা পান্না কায়সার একজন সাহিত্যিক এবং সাবেক সংসদ সদস্য। শমীর মায়ের বোন মায়া বিবাহিত সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর সঙ্গে, ফলে রাজনীতিবিদ মাহি বি. চৌধুরী তার খালাতো ভাই।