শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ || ৪ বৈশাখ ১৪৩২

Advertisement

প্রকাশিত: ১৫:০২, ৯ এপ্রিল ২০২৫

এসএসসি পরীক্ষার্থীদের চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঘোষণা

এসএসসি পরীক্ষার্থীদের চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঘোষণা

আগামী ১০ এপ্রিল ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমান (ভোকেশনাল) পরীক্ষা। এ উপলক্ষে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ঘোষণা দিয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সময়মতো এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষার্থীদের পৌঁছানোর বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার দিনগুলোতে যান চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হবে।

বিশেষ করে ডিএমপি অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারায় আরোপিত নিষেধাজ্ঞার আওতাভুক্ত ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য এ ছাড় প্রযোজ্য হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র প্রদর্শনের মাধ্যমে এ ছাড় উপভোগ করা যাবে।

এই নির্দেশনা ১০ এপ্রিল থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। ডিএমপি কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেছে, যাতে পরীক্ষার্থীরা নিরাপদে এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে।

সর্বশেষ