জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ পেলেন খলিলুর রহমান

ঢাকা, ৯ এপ্রিল: প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি (রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারভিত্তিক বিষয়সমূহ) হিসেবে দায়িত্ব পালনরত ড. খালিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। বুধবার এই নিয়োগ কার্যকর হয়।
নতুন দায়িত্বের পাশাপাশি ড. রহমান রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসেবেও তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। একই সঙ্গে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টাকে সহায়তা করবেন।
নিয়োগ প্রসঙ্গে ড. খালিলুর রহমান বলেন, "মাননীয় প্রধান উপদেষ্টার অব্যাহত আস্থা ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। আমার দায়িত্বের গুরুত্ব সম্পর্কে আমি সম্পূর্ণভাবে অবগত এবং জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।"
ড. খালিল ১৯৭৯ সালে স্বাধীনতার পর অনুষ্ঠিত প্রথম নিয়মিত বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
১৯৯১ সালে তিনি জাতিসংঘের সচিবালয়ে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং পরবর্তী ২৫ বছর ধরে জাতিসংঘে বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নভেম্বরে তাকে উপদেষ্টার মর্যাদা ও সুযোগ-সুবিধাসহ প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন ড. খালিল। ১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি টাফটস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল’ অ্যান্ড ডিপ্লোমেসি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্টে পড়াশোনা করেন। সেখানে তিনি আইন ও কূটনীতি বিষয়ে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।