বুধবার   ৩০ এপ্রিল ২০২৫ || ১৬ বৈশাখ ১৪৩২

Advertisement

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০০, ২০ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:০২, ২০ এপ্রিল ২০২৫

গভীর রাতে হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ

গভীর রাতে হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ
ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলে আরিফ হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, মগবাজার মোড়ল বাড়ির সংলগ্ন হাতিরঝিলে গোলাগুলি শব্দ পাওয়া যায়। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম জানান, আরিফ সরদার হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। পেশায় ওয়ার্কশপের কর্মচারী আরিফের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। তার বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ