নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে: তারেক রহমান

'ঝড়, তুফান, বন্যা, খরা, বৃষ্টি যা–ই হোক না কেন, একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই লক্ষ্যপথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব।'- এভাবেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সঠিক নির্বাচনের মাধ্যমেই কেবল জবাবদিহি নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুর জেলায় বিএনপির কর্মশালায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তারেক রহমান।
'রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালায় ওই চার জেলার নেতারা অংশ নেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই কর্মশালা চলে।
তারেক রহমান বলেন, ‘আমরা যে নির্বাচন চাচ্ছি শুধু জাতীয় নির্বাচন নয়, নির্বাচন হতে হবে প্রতিটি ক্ষেত্রে। সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি উপজেলা হোক, পৌরসভা হোক বা ট্রেড পোলিং (ব্যবসায়ী সংগঠন) হোক। অর্থাৎ যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে, প্রতিটা জায়গায় নির্বাচন হতে হবে। নির্বাচন হলেই ধীরে ধীরে একটি জবাবদিহি তৈরি হয়। যেসব দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, সেখানে প্রশাসন, রাজনৈতিক দল সবকিছুর মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালান্স (ভারসাম্য) থাকে। যতই আইন করি, যতই পলিসি করি, নিয়মনীতি করি, লাভ হবে না, যদি সমাজের মধ্যে ভারসাম্য বা জবাবদিহি না থাকে। এই জবাবদিহি ধীরে ধীরে সমাজের সব ক্ষেত্রে তৈরি করা সম্ভব হবে, যদি আমরা যেকোনো মূল্যে একটা নির্বাচন করতে পারি। যে নির্বাচনের ক্ষেত্রে ভোটাররা সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা যদি এই সিস্টেমটা নিশ্চিত করতে পারি, ধরে রাখতে পারি, তবেই সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অস্ত্রের জোরে ক্ষমতায় বসে ছিল পতিত স্বৈরাচার সরকার, নির্দিষ্ট তারিখ না জানলেও আমরা জানতাম, এদের পতন হবে। সেই বিশ্বাস থেকেই আমরা ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছি। স্বৈরাচার সবকিছু ধ্বংস করেছে, সেই দেশকে মেরামত করতে হবে। কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করতে চাচ্ছে, তার সবই এই ৩১ দফায় রয়েছে। কারণ, বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে। সরকার যে কমিশন করেছে, যেসব বিষয়ে জমা দিয়েছে রিপোর্ট, কমবেশি আমাদের কথা। মূল বিষয়, তাঁরা আমাদের বাইরে যেতে পারছেন না।’
তারেক রহমান বলেন, ‘এ দেশের মানুষ বিশ্বাস করে, দেশে যদি ভালো কিছু সম্ভব হয়, ইনশা আল্লাহ বিএনপি ভালো কিছু করবে। দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হবে, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, আমরা জবাবদিহি নিশ্চিত করব, আমরা প্রশাসনের সংস্কার করব, প্রশাসন জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে—এ রকম ভালো ভালো কথা জনগণ শুনবে, আপনি বলবেন। বড় বড় গোলটেবিল হবে। দামি দামি জায়গায় গোলটেবিল-সমাবেশও হবে। দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে, বুঝলাম সব কথা, তুমি আমার দ্রব্যমূল্যের কী করবা? ভোট তো পাবা, ভোট পাওয়ার পর তুমি আমার শিক্ষাব্যবস্থার কী করবা? স্বাস্থ্যের কী করবা? বুঝলাম স্বৈরাচার সব ধ্বংস করেছে, লুটপাট করেছে, কিন্তু তুমি আমার কর্মসংস্থানের কী করবা? এমন প্রশ্নও তো আসবে, আসবে না? আমাদের সেটাতে মনোযোগী হতে হবে। আমাদের পরিকল্পনা থাকবে। যেটা প্রয়োজন, সেটা আমরা বলব এবং সেটার বাস্তবায়নও আমরা করব। যেকোনো মূল্যে সমস্যার সমাধান করতে হবে।’
তারেক রহমান জবাবে বলেন, ‘এখানে একটা বিষয় আছে, ভারত বাঁধ দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা দ্বিপক্ষীয়ভাবে এবং একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে যেতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গতবার যখন দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু উনি ফারাক্কার বিষয়টি জাতিসংঘে তুলেছিলেন। একইভাবে আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আশ্রয় নিতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে। একই সঙ্গে আমাদের অবশ্যই ভারতের সঙ্গে নিজেদের ভেতর আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। আপনারা জানেন, শহীদ জিয়ার সময় খাল কাটা হয়েছিল। এই খালগুলো ভরাট হয়ে গেছে, অনেক জায়গায় নিশ্চিহ্ন হয়ে গেছে। যেকোনো মূল্যে আমাদের খালগুলোকে আবার কাটতে হবে।’
rsa