শনিবার   ১৯ এপ্রিল ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২

Advertisement

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৪, ১৬ এপ্রিল ২০২৫

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন জামায়াত

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন জামায়াত
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

আগামী বছরের ২০ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। এর আগেই জাতীয় নির্বাচন জামায়াত। ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের দুই উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং অ্যানড্রু হেরাপের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন  ডা. শফিকুর রহমান। জানান, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতি পর্যবেক্ষণ করছে তার দল। আগামী রমজানের আগে নির্বাচন দেখতে চান তারা।

বৈঠকে রাজনীতি ও নির্বাচন নিয়ে খোলামেলা কথা হয়েছে বলে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা জানতে চেয়েছেন। তারা জানতে চেয়েছেন কখন কীভাবে নির্বাচন হবে। সব দলের প্রত্যাশিত সংস্কার নিয়ে জামায়াতের অবস্থান জানতে চেয়েছেন। তারা জানতে চেয়েছেন, ক্ষমতায় গেলে জামায়াতের অর্থনৈতিক এবং কূটনীতিক নীতি কী হবে। আঞ্চলিক বিষয়ে জামায়াতের অভিমত জানতে চেয়েছেন। সংখ্যালঘু, নারী অধিকার নিয়ে জানতে চেয়েছেন। শ্রমিক অধিকার নিয়েও কথা হয়েছে। এসব বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।’ 

আওয়ামী লীগ প্রস‌ঙ্গেও বৈঠকে কথা হয়েছে, জানান, জামায়াত আমির। তিনি বলেন, জাতি এখনও ট্রমার মধ্যে রয়েছে। বহু আহত এখনও হাসপাতালে। জুলাইয়ের শহীদ পরিবার এখনও শোকে রয়েছে। এই অবস্থায় আওয়ামী লীগের ‌বিচার অবশ্যই হতে হবে। তবে জামায়াত চায় সুষ্ঠু বিচার। 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ