বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ || ১৯ চৈত্র ১৪৩১

Advertisement

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আল্লাহর কাছে যেভাবে চাইবেন

আল্লাহর কাছে যেভাবে চাইবেন

মানবজীবনে দুঃখ-কষ্ট, অভাব-অনটন ও বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হওয়া এক স্বাভাবিক বিষয়। এসব মুহূর্তে আমাদের সবচেয়ে বড় ভরসা হলো মহান আল্লাহর অশেষ রহমত ও করুণা। আল্লাহর দরবারে প্রার্থনা করার মাধ্যমে আমরা আমাদের সংকট ও প্রয়োজনীয়তা তাঁর কাছে নিবেদন করতে পারি। নিম্নে একটি বিশেষ দোয়া উপস্থাপন করা হলো, যা আল্লাহর করুণা প্রার্থনার অন্যতম মাধ্যম।

اَللّٰهُمَّ إِنِّيْۤ أُنْزِلُ بِكَ حَاجَتِيْ وَإِنْ قَصُرَ رَأْيِيْ وَضَعُفَ عَمَلِىْ، افْتَقَرْتُ إِلٰى رَحْمَتِكَ، فَأَسْأَلُكَ يَا قَاضِيَ الْأُمُوْرِ! وَيَا شَافِيَ الصُّدُوْرِ! كَمَا تُجِيْرُ بَيْنَ الْبُحُوْرِ أَنْ تُجِيْرَنِيْ مِنْ عَذَابِ السَّعِيْرِ وَمِنْ دَعْوَةِ الثُّبُوْرِ، وَمِنْ فِتْنَةِ الْقُبُوْرِ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী উনযিলু বিকা হাজাতী, ওয়া ইন কছুরা রায়ী ওয়া দো’উফা আমালী, ইফতাকারতু ইলা রাহমাতিকা, ফা আসআলুকা ইয়া ক্বাদিয়াল উমূর! ওয়া ইয়া শাফিয়াস সুদূর! কামা তুজীরু বাইনাল বুহূর, আন তুজীরানী মিন আযাবিস সাঈর, ওয়া মিন দা‘ওাতিস সুবূর, ওয়া মিন ফিতনাতিল কুবুর।

বাংলা অর্থ: হে আল্লাহ! আমি আমার প্রয়োজন আপনার কাছেই নিবেদন করছি, যদিও আমার বুদ্ধি অক্ষম, আমার কর্ম অপারগ। আমি আপনার রহমতের মুখাপেক্ষী। সুতরাং হে সর্বকর্মবিধায়ক! হে সকল অন্তরের উপশমদাতা! যেভাবে আপনি সমুদ্রের মাঝে অদৃশ্য প্রাচীর সৃষ্টি করেছেন, অনুগ্রহ করে আমাকেও জাহান্নামের আযাব থেকে, আক্ষেপ ও আর্তনাদ থেকে এবং কবরের ফিতনা থেকে মুক্ত রাখুন।

এই দোয়াটি অত্যন্ত অর্থবহ এবং আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আল্লাহর রহমত প্রার্থনার পাশাপাশি আমাদের পরকালীন জীবনের ভয়াবহতা থেকে রক্ষার জন্য এক অনন্য দোয়া। আমাদের উচিত আল্লাহর প্রতি সর্বদা বিনয়ী ও সমর্পিত থাকা এবং এই দোয়ার মাধ্যমে তাঁর অশেষ দয়া ও ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ আমাদের সবাইকে এই দোয়া কবুল করার তৌফিক দান করুন। আমিন।

আরও পরুন: