আজহারীর হুঁশিয়ারি: দুর্বল উম্মাহ দিয়ে কিছু হবে না!

ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা নিয়ে বিশ্বজুড়ে চলছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। এই প্রেক্ষাপটে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মাহর করণীয় নিয়ে জোরালো বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।
রোববার দুপুরে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, "উম্মাহ আজ সংকটে, কারণ জাতি হিসেবে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আমরা শুধু প্রতিক্রিয়াশীল জাতি হয়ে থাকি, কিন্তু প্রয়োজন ক্রিয়াশীল জাতি হওয়ার।"
আজহারী আরও লেখেন, “জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষের জন্য যে ডেডিকেশন দরকার, আমরা তা দিতে প্রস্তুত নই। একজন মুসলিম হিসেবে শিক্ষা, গবেষণা ও পেশাগত উৎকর্ষতা অর্জন মানেই গোটা উম্মাহকে শক্তিশালী করা।”
তিনি হাদিস উদ্ধৃত করে বলেন, “দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন আল্লাহর কাছে প্রিয়।”
আজহারীর মতে, অপ্রয়োজনীয় ও অনুৎপাদনশীল কাজে ব্যস্ত থেকে উম্মাহকে আমরা নিজেরাই দিনদিন দুর্বল করে দিচ্ছি। এই ধারা অব্যাহত থাকলে, সংকটকালে এই বিশাল জনসংখ্যাও কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না— বলে সতর্ক করেন তিনি।