বাংলাদেশে পরীক্ষামূলক যাত্রা শুরু করলো স্টারলিংক

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করলো ইলন মাক্সের স্পেসএক্সের সহযোগী স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক।
বুধবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় সম্মেলনের অংশগ্রহণকারীরাও স্টারলিংকের সেবা ব্যবহার করেন। এর মধ্য দিয়ে দেশের মাটিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উপস্থিতি শুরু হয়।
এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, স্টারলিংক ইতোমধ্যে বিডার নিবন্ধন সম্পন্ন করেছে। গত ২৯ মার্চ প্রতিষ্ঠানটি বিডা থেকে বিনিয়োগ অনুমোদন পায়।
তবে দেশজুড়ে বাণিজ্যিকভাবে সেবা চালু করতে হলে স্টারলিংককে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এনজিএসও (NGSO) নীতিমালার আওতায় প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করতে হবে।