টেস্ট র্যাঙ্কিংয়ে এগোলেন শান্ত-হাসান
চেন্নাই টেস্টে টাইগারদের বড় পরাজয় ঘটলেও ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন অধিনায়ক নাজমুল শান্ত ও হাসান মাহমুদ। এর প্রেক্ষাপটে সাদা পোশাকের র্যাঙ্কিংয়ে দুইজনই এগিয়েছেন কয়েক ধাপ।
আজ বুধবার র্যাঙ্কিংয়ের হালনাগাদ তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে শান্ত-হাসান মাহমুদের পাশাপাশি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তাসকিন আহমেদও।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৩ রানে ৫ উইকেট নেন হাসান। পরপর দুই টেস্টে ৫ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে জায়গা করে নিয়েছেন ২৪ বছর বয়সী এই পেসার। অপরদিকে একই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়েছেন তাসকিন। ক্যারিয়ার সেরা ৩০৮ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ৬৩তম।
ব্যাটারদের মধ্যে বড় লাফ দিয়েছেন শান্ত। প্রথম ইনিংসে ২০ রান করা এই বাঁ-হাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে করেছেন ৮২ রান। আর তাতে ১৪ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাংকিংয়ে ৪৮তম স্থানে অবস্থান করছেন তিনি। ৫ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। পিছিয়েছেন মুশফিক-মুমিনুলও।
এদিকে বোলার র্যাঙ্কে পিছিয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ। এক ধাপ পিছিয়ে ২২ নম্বরে মিরাজ আর ৬ ধাপ নিচে নেমে এখন ৩৩ নম্বরে আছেন মিস্টার সেভেন্টি ফাইভ।