সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১

Advertisement

স্পোটর্স ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ১৬ ডিসেম্বর ২০২৩

মুস্তাফিজকে ছেড়ে দিয়ে যাদের কিনতে চায় দিল্লি

মুস্তাফিজকে ছেড়ে দিয়ে যাদের কিনতে চায় দিল্লি
ছবি : সংগৃহীত

গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে আইপিএল ফ্যাঞ্চাইজিটি। আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। সেখানে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে নজর থাকবে দিল্লির। 

গতবার টানা ম্যাচ হেরে দিল্লি ক্যাপিটালস আইপিএলের প্লে-অফে ওঠার দৌড় থেকেই ছিটকে গিয়েছিল। তবে এবার বেশ আগে থেকেই ক্রিকেটার বাছাইয়ের কাজটি করছে তারা। আসন্ন নিলাম থেকে দিল্লি সর্বাধিক ৯ জন ক্রিকেটার কিনতে পারবে। তার মধ্যে চার জন বিদেশি ক্রিকেটার হতে পারেন। দিল্লির হাতে রয়েছে ২৮ কোটি ৯৫ লাখ রুপি। 

পেসার মুস্তাফিজ ছাড়াও নিলামের আগে সরফরাজ খান, মনীশ পাণ্ডে, রাইলি রুশোর মতো ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দিল্লি। ফলে নিজেদের ব্যাটিং শক্তিশালী করতে চাইবে দিল্লি। এ কারণে বাড়তি নজর থাকবে কিউই তারকা অলরাউন্ডার ড্যারিল মিচেলের দিকে। এবারের নিলামে বড় দাম পেতে পারেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের।

ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মিচেল। যেমন আগ্রাসী ব্যাটার, তেমনই প্রয়োজনে বল করতে পারেন। দিল্লি এমন একজন ক্রিকেটারকে নিয়ে মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি করতে চাইবে।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গত আইপিএলে খেলতে পারেননি রিশভ পন্ত। এবারো খেলতে না পারলে একজন বাড়তি উইকেটরক্ষক দলে টানতে চাইবে দিল্লি। সে ক্ষেত্রে শ্রীকর ভরত ভালো বিকল্প হতে পারে তাদের। দলে অভিষেক পোড়েল রয়েছেন। কিন্তু তার অভিজ্ঞতা কম। নিলামে তাই ভরতকে নেওয়ার চেষ্টা করতে পারে দিল্লি।

এছাড়া পাখির চোখ থাকতে পারে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের দিকে। তাকে দলে পেলে একসঙ্গে দু’টি লক্ষ্যপূরণ হবে দিল্লির। পন্ত খেলতে না পারলে কামিন্সকে অধিনায়ক করতে পারবে দিল্লি। ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। এমন একজন অধিনায়ককে অবশ্যই ভরসা করবেন কোচ রিকি পন্টিং। অস্ট্রেলীয় কোচ এবং অধিনায়কের জুটি হতেই পারে দিল্লিতে।
সেই সঙ্গে কামিন্সের মতো একজন অভিজ্ঞ পেসার দলে থাকলে বোলিং বিভাগও শক্তিশালী হবে। এ ছাড়া আরও কয়েকজন দেশি-বিদেশি তারকার দিকে চোখ থাকবে দিল্লির।